অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, চিট ফান্ড কেলেঙ্কারি প্রতিবাদেতৃণমূল ও বি জে পি বিরুদ্ধে পদযাত্রা করলেন ধর্ম তলা পর্যন্ত,আজ বেলা তিনটে নাগাদ কয়েকশো কংগ্রেস কর্মী জমায়েত হয়ে ,কংগ্রেস ভবন থেকে মিছিল করে এস,এন,ব্যানার্জি রোড ধরে ধর্ম তলা পৌঁছান, মিছিলর প্রথম ভাগে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী,বিভিন্ন চিট ফান্ড কেলেঙ্কারি, দোষীদের শাস্তি, এবং সাধারন মানুষের টাকা ফেরৎ না দেওয়ায়, তৃণমূল সরকার কে দায়ী করেছেন, সাথে সাথে অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা আত্মসাৎ, ও মাননীয় মন্ত্রী মমতা ব্যানার্জি, উন্নয়ন এর নামে সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছে, তিনি বলেন এতো যদি গরীবের জন্য ভাবেন ও ভালোবাসেন,তবে গরীবের টাকা ফেরত দিচ্ছে না কেনআজ তিনি বলেন অবিলম্বে গরীবের টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা হোক, কেন সি বি আই তদন্ত বন্ধ হয়ে গেল, আজ কংগ্রেস কর্মীরা মাননীয় মন্ত্রী মমতা ব্যানার্জি , ও অভিষেক ব্যানার্জি সহ সকল মন্ত্রী দের মূর্তি কুশ পুতুলের মধ্যে বেঁধে পোড়ানো, বাজনা সহকারে, পুলিশ প্রশাসন দের সামনে ,এর পর সামান্য বক্তব্য দিয়ে সভা শেষ করেন। সাংবাদিক সসমরেশ রায় মিতালী দাস কলকাত
আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না’- প্রেসিডেন্ট বাইডেন
লাইভ রিপোর্টিং-- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে...