নতুন বছরে আসছে দুই’টি অভিনিত সিনেমা ‘‘নাফিসা জারিন মৌমির’
‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ও ‘রিকশা গার্ল
বিনোদন প্রতিবেদকঃ ছুন্নত মল্লি
‘জনপ্রিয়’ কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে শিশুতোষ সিনেমা
‘‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’’
যার অন্যতম দুই চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে আবু রায়হান জুয়েলের পরিচালনায় ছবিটির শুটিং শেষ হয়েছে। ২০২১ সালের যেকোনো, কেন উৎসবে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রয়োজনা সংস্থা ।
এই ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন নাফিসা জারিন মৌমি ।
‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজার পরবর্তী সিনেমা ‘রিকশা গার্ল’https://youtu.be/FMOdUgsJm78 ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন নাফিসা জারিন মৌমি।
নতুন বছরের ‘মুক্তির’ প্রত্যায়াশায় এই দুই’টি চলচ্চিত্র সিনেমা।
মুক্তি পেতে যাচ্ছে ।