আগামীকাল থেকে ‘মুক্তি’ ছবির শুটিং শুরু হচ্ছে ‘‘রাজ রিপা’
বিনোদন প্রতিবেদকঃ ছুন্নত মল্লি
আগামীকাল ১১.০১.২১ তারিখ থেকে ‘‘মুক্তি’’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিচালক ও আমার ৯ জন হিরোর জন্য দোয়া করবেন এবং মুক্তি সিনেমার সবাই যেন সুস্থ ও ভালোভাবে শুটিং শেষ করতে পারে এই দোয়া করবেন
আল্লাহ ভরসা ।
তিনি দর্শকদের এই বিষয়ে জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে (আজ 11pm.)
প্রথ’মে শুটিং শুরু হবে রূপগঞ্জ ও মানিকগঞ্জ ‘রাজ রিপা’ জানিয়েছেন সময়ের পথ প্রতিবেদক’কে ।
‘পরিচালক থেকে প্রযােজক’ হিসেবে আত্মপ্রকাশ করলেন ইফতেখা’র চৌধুরী। ছবির নাম “মুক্তি। যার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বড়পর্দার অভিষেক হতে যাচ্ছে রাজ রিপা। পর্দার নতুন মুখ হলেও রাজ রিপা সু-অভিনয় নিয়েও দর্শকের মন জয় করবেন বলে আশা প্রকাশ করেছেন ইফতেখার চৌধুরী। রাজ রিপা বলেন, সমকালীন অন্য সব ছবির গল্প থেকে “মুক্তি কিছুটা হলেও দর্শকের কাছে ভিন্ন ধরনের মনে হবে। চেষ্টা করব অভিনয়ের মধ্য দিয়ে ছবির চরিত্র বাস্তব করে তুলে ধরার। রিপা আরও জানান, ছবিতে তাকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। দরিদ্র ও অতি সাধারণ এক পরিবারের মেয়ে মুক্তি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে অসাধারণ হয়ে ওঠে, তারই লােমহর্ষক ঘটনা নিয়ে এ ছবির গল্প। গুঞ্জন রহমানের লেখা কাহিনি আর ইফতেখা’র চৌধুরীর পরিচালনায় মুক্তি বাতিক্রম একটি ছবি হবে বলেও আশা প্রকাশ করেছেন ‘‘রাজ রিপা’’ ।