আজ গুরু গোবিন্দ সিং এর তিনশো চুয়ান্ন তম জন্মদিনপালন করেন শিখ সম্প্রদায়ের শিষ্য ও ভক্ত বৃন্দরা,বেলা এগারোটা নাগাদ বিভিন্ন জায়গার গুরু দুয়ার থেকে শিষ্যরা ভবানীপুরে জমায়েত হয় পুরুষ মহিলা,শিশু উভয়ে, বেলা এক টা নাগাদ শোভাযাত্রা বেরোয়, কয়েকশো শিষ্য এই শোভাযাত্রা অংশ নেন সারি বদ্ধ ভাবে লাইন দিয়ে শোভাযাত্রা ভবানীপুর থেকে ধর্ম তলা হয়ে বড়বাজারে গিয়ে শেষ করেন, শোভাযাত্রা শুরু সাথে সাথে গুরু গোবিন্দ সিং এর গাড়ির আগে, শিষ্যরা ঝাটা দিয়ে রাস্তা পরিষ্কার গংগাজল,ফুল ছড়িয়ে গুরু দেবকে শ্রদ্ধা জানান এবং সংগীতের মাধ্যমে শিষ্যরা জয়ধ্বনি দেন। সাংবাদিক,সমরেশ রায় মিতালী দাস কলকাতা
লালমনিরহাটে লিডার্স ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন
লালমনিরহাটে লিডার্স ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন লালমনিরহাট প্রতিনিধি: রোরবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় লিডার্স ক্লাব ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের...