আজ দুপুর দুই টায় রানি রাসমণি রোড,অখিল ভারতীয় কিষান সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকা, জনসভা ও রাজভবন চলো,দুটোর সময় সভা আরম্ভ হওয়ার কথা থাকলেও, বেলা বারোটা থেকে বিভিন্ন কিষান ইউনিয়ন মিছিল করে রাসমণি রোডে জমায়েত হয়, এবং দুটো বাজার সাথে সাথে মঞ্চে সভা শুরু করে দেন, প্রথমে সংগীত দিয়ে শুরু করলেন তার পর বিভিন্ন বক্তা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কৃষি বিলের বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল রান্নার গ্যাসের বিরুদ্ধে,রাজ্য ও কেন্দ্রীয় সরকার কে তীব্র ভাষায় প্রতিবাদ করেন এবং বলেন যদি কৃষি বিলের আইন না পরিবর্তন করা হয়, তবে তারা লাগাতার আন্দোলন করবে, জেলায় জেলায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এই বিল সম্পর্কে বুঝাবে, এর পর সভা থেকে সাত জনের প্রতিনিধি দল রাজ্য পালের সাথে দেখা করে ডেপুটেশন দিয়ে আসার কথা,কিন্তু রাজ্য পাল না থাকায় দপ্তরে জমা দিয়ে আসেন
সভায় উপস্থিত ছিলেন। কমরেড বিমান বসু,মহ,সেলিম, সুজন চক্রবর্তী ,মান্নান সাহেব ও অন্যান্য নেতৃ বৃন্দ, ,প্রায় পাঁচ হাজারের বেশি সভায় কৃষক জমায়েত হন।,সাংবাদিক সমরেশ রায় ও মিতালী দাস,কলকাত,
শিশুদের জন্য এই সরকার সব কিছু করছেন-আতাউর রহমান মিল্টন
শিশুদের জন্য এই সরকার সব কিছু করছেন-আতাউর রহমান মিল্ট আল আমিন বিন আমজা দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক...