আজ সারা দেশে স্বামী বিবেকানন্দ একশো আটান্ন তম জন্মদিবস পালি হোলো,ভারতীয় জনতা পার্টি বেলা এগারোটা সময় বাটা মোড় থেকে বিবেকানন্দ রোডের বাড়ীর সামনে পর্যন্ত সভা যাত্রা করেন প্রায় কয়েকশো কর্মী ও ভক্ত মিছিলে অংশ নেন পদ সভায়, উপস্থিত ছিলেন, বি জে পি নেতা দিলীপ ঘোষ,মুকুল রায়,রাহুল সিনহা, সৌমিত্র খান রিমঝিম ও আর ও নেতা কর্মীরা সকলে মিছিলে পা মেলান ও একে একে বিবেকানন্দ মূর্তিতে মালা দেন এবং বাড়ী ও মমিউজিয়াম পরিদর্শন করেন অন্য দিকে বিবেকানন্দ মূর্তির সামনে এসে পৌছান তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের লোকজন, মন্ত্রীরা, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা, অভিষেক ব্যানার্জি,সান্ত্বনু সেন ও অন্যান্য নেতা,নেত্রী বৃন্দ একে একে বিবেকানন্দ মূর্তিতে মালা দেন, এবং দুস্থ মানুষেরা হাতে কম্বল তুলে দেন। সাংবাদিক সমরেশ রায়,মিতালী দাস,কলকাতা
আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না’- প্রেসিডেন্ট বাইডেন
লাইভ রিপোর্টিং-- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে...