আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়কঅধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি, ইত্যাদির কারনে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর প্রভাব পড়েছে।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ ও সম্মিলিত দাবী। যদি এসব দাবী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তাহলে উপকূলের সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। জনগণের পক্ষে দাবী সমূহ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম গঠন করে উদ্যোগ গ্রহণ জরুরী দরকার।
বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের” উদ্যোগে আশাশুনি শাখা অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার ০৯ (জানুয়ারি) বেলা১১টায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরার্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ১৯ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম পুনঃগঠন করা হয়। উক্ত ফোরামের সদস্যদের মধ্য হতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান কে সভাপতি, রনজিৎ কুমার বৈদ্যকে সদস্য সচিব এবং অন্যান্য সাত জনকে সদস্য রেখে উক্ত কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সকলে উপকূলের সমস্যা সমাধানে একযোগে কাজ করার পক্ষে মতামত ব্যক্ত করেন।