উলিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আনিছুর রহমান মিয়াজী ও যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বিট
সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ২৭ কুুুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন উলিপুর প্রেসক্লাবের দন্দ্ব নিরসন করে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বাসভবনে প্রেসক্লাবের উভয় পক্ষীয় সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদের উলিপুর উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজীকে আহবায়ক ও দৈনিক যায়যায়দিনেরর উলিপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বিটুকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।
এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন- মনজুরুল হান্নান (দৈনিক খোলা কাগজ), মোন্নাফ আলী (দৈনিক সমকাল), তৈয়বুর রহমান (দৈনিক ভোরের কাগজ), চন্দন মজুমদার (দৈনিক প্রতিদিন) ও আবু সাঈদ সরকার (দৈনিক মানবজমিন)।