একটি সফল উপজেলা পরিষদ ফটিকছড়
মশি উদ দৌলা রুবেল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের উদ্যোগে
সমাজসেবা অধিদপ্তরের অধীনে,
ফটিকছড়ি উপজেলার সমাজসেবার উদ্যোগে,
আজ ১৫ টি, হুইল চেয়ার প্রতিবন্ধী ও অতি বয়স্ক মানুষদের মধ্যে বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম সারা বাংলাদেশে চলমান প্রক্রিয়া। এই প্রকল্প সারা বাংলাদেশে চলমান থাকলেও পার্বত্য অঞ্চলের মানুষ ছিল এগুলো থেকে অবহেলিত। ফটিকছড়ির সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব এর যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমে এবং উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাদের আন্তরিকতার কারণে এবার অসহায় প্রতিবন্ধীরা তাদের অধিকার ও মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসার উপহার পেয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মোঃ আবু তৈয়ব চেয়ারম্যান উপজেলা পরিষদ ফটিকছড়ি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
ফটিকছড়িবাসীর প্রিয় পরিশ্রমী ও সততার পথিক, সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার, জনাব মোঃ সায়েদুল আরেফিন ফটিকছড়ি, চট্টগ্রাম।
এতে আরো উপস্থিত,
মিসেস জেবুন নাহার মুক্তা দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,ফটিকছড়ি।
উপস্থিত ছিলেন
এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন ভাইস চেয়ারম্যান উপজেলা,পরিষদ,ফটিকছড়ি।
সমাজসেবা অফিসার রাজিব আশ্চায্য সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।এতে প্রধান অতিথি জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উপহার এবং প্রধানমন্ত্রীর মুজিব শত বর্ষের সকল বরাদ্দ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বুঝিয়ে দিতে আমরা বদ্ধ পরিকর। এক সময় আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ ছিল অবহেলিত কিন্তু গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা পার্বত্য অঞ্চলের মানুষের মাঝে তাদের অধিকার ও প্রধানমন্ত্রীর সকল অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছি।