কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়ীর গেটের সামনে,,তৃণমূল ছাত্র পরিষদ বি জে পি বিরুদ্ধে প্রতিবাদ সভা করলেন,আজ সকাল এগারোটা থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ীর সামনে প্রতিবাদ সভা শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের লড়াকু ছাত্র ইউনিয়নের এই সভার আয়োজন করেন, বি জে পি মন্ত্রী অমিত সাহ রবীন্দ্র সংস্কৃতি কে অবমাননা করছে, বিশ্ব ভারতী গিয়ে জুতো পরে ভিতরে ঢুকে রবীন্দ্র নাথ ঠাকুরের গলায় মালা দিয়ে, বিশ্ব কবিকে অসম্মান করেছে এটা ছাত্রদের কাছে লজ্জার তাই এই প্রতিবাদ সভা,বিভিন্ন জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সভায় জমায়েত হন, এছাড়া অংশ নেন মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর আজ সভায় রাখি বন্ধন উৎসব পালন করেন মন্ত্রী ও বিধায়কদের হাতে পরিয়ে সুদীপ বন্ধোপা: রবীন্দ্র নাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, উপস্থিত ছিলেন সুদীপ বন্ধোপা: নয়না বন্ধো শশী পাঁজা ইন্দ্রনীল সেন সান্ত্নু সেন ও সকল ওয়ার্ডের কাউন্সিলর গন সারাদিন অনুষ্ঠানটি নাচ,গান,কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবাদ সভা চলতে থাকে, সাংবাদিক সমরেশ রায় ও মিতালী দাস কলকাত
আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না’- প্রেসিডেন্ট বাইডেন
লাইভ রিপোর্টিং-- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে...