কালিয়ায় ট্রাকটর চাপায় স্কাভেটর চালকের মর্মান্তিক মৃত্য।
নড়াইলে কালিয়ায় ট্রাকটর চাপায় স্কাভেটর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কালিয়া উপজেলার পাটকেলবাড়ি এলাকায় আলিফ শেখ(১৭) নামে দূর্ঘটনায় আহত ঐ কিশোরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিজেদের স্কাবেটর নিয়ে চালক আলিফ ববুধবার পাটকেলবাড়ি এলাকায় একটি ইটভাটায় মাটি কাটার কাজে যায়। সেখানে কাজের এক ফাকে আলিফ তার স্কাবেটর থেকে নেমে সেটির পিছনে যায়। এ সময় একইস্থানে মাটি বহনের কাজে নিয়জিত ট্রলি সংযোজিত একটি ট্রাকটর অসাবধনতা বসত ব্যাক গিয়ায়ে পেছন দিকে যেতে গিয়ে আলিফের স্কাভেটেরর সঙ্গেই তাকে পিশে দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। এ অস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আলিফ নড়াইল শহরতলীর মূলদাঁইড় গ্রামের কালু শেখের ছেলে।