কুরআনিক সেমিনার -২০২
ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন, প্রেস ক্লাব চট্টগ্রাম।
উদ্বোধন করেনবীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী মেয়র পদ প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জনাব রেজাউল করিম চৌধুরী বলেন আমরা সবাই আল্লাহ বান্দা আমাদের সবাই আল্লাহ নবী অনুসরন করে চলতে হবে কুরআন কে মনে প্রাণে ধারন করেই আমদের চলতে হবেআর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চট্টগ্রাম এর মেয়র মননিত করেছে তাই আজ আপনাদের বলতে চাই যদি আল্লাহ আমাকে মেয়র বানান তা হলে আমি আজ এই কুরআন সেমিনারে বলে যেতে চাই যে চট্টগ্রামে দুটি সমস্যা সমাধান করার চেষ্টা করবো সে দুটি হলো মাদক ও সন্ত্রাস মুক্ত করবো আপনার আপনারা সবাই ঐক্য বদ্ধ হয়ে এই সমাজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো ই করবো।আপনারা আমাকে দোয়া করবেন।এতে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সংস্কারক। মুখ্য আলোচক প্রফেসর ড.শাযায়াত উল্লাহ্ ফারুকী চেয়ারম্যান, আরবী বিভাগ চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় চট্টগ্রাম। সার্বিক তত্ত্বাবধানে জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী সাবেক মেয়র, চসিক ও প্রাক্তন সংসদ সদস্য।এতে আর ও অন্যান আলেম ও লামা রা কুরআন এর আয়াত পাঠ করেন।
বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা!
বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা! রায়হান হোসাইন, চট্টগ্রাম ব্যুরো প্রধা ঃ- চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় মোবাইল নিয়ে বাবার...