কৃষকদের সন্মান করা উচিত -ইউএনও রিয়াজ উদ্দিন
আল আমিন বিন আমজাদ
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে তিনটি গ্রুপের কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। অনুষ্ঠানে ১১জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র হিসেবে ফুটপাম্প স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মিল্টন বলেন এই সরকার সবসময় প্রথমে কৃষকদের কথা ভাবেন,কারন কৃষকরা হলো দেশের প্রান,তাই এই সরকার কৃষকদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রিয়াজ উদ্দিন বলেন একমাত্র কৃষকরাই পারে আমাদের নিড়াপদ খাদ্য যোগান দিতে তাই কৃষকদের সন্মান ও শ্রদ্ধা করা উচিত,এই সরকার সবসময় কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন যাতে করে আমাদের দেশে নিড়াপদ খাদ্যের কোন ঘাটতি না থাকে।