খুলনায় স্কুল ছাত্রদের মানববন্ধ
জহিরুল ইসলাম রাতুল
ব্যুরো চীফ খুলনা
সময়ের পথ
চলছে করোনার দ্বিতীয় ঢেউ।এর মধ্যে ফেব্রুয়ারি মাসে এস.এস.সি পরীক্ষা গ্রহণ করা অসম্ভব বিষয়।এক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে, জুন মাসে এস.এস.সি পরীক্ষা গ্রহণ করা হতে পারে।এক্ষেত্রে আমরা সেশনজটের কবলে পড়ব।কারণ,আমাদের যদি জুন মাসে এস.এস.সি পরীক্ষা গ্রহণ করা হয়,তাহলে রেজাল্ট দিবে নিম্নে হলেও আগস্ট মাসে।তারপর কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু হতে হতে অক্টোবর মাস লাগবে।ফলে আমরা আমাদের জীবনের পরবর্তী পাবলিক পরীক্ষা এইচ.এস.সি এর ক্ষেত্রে আবার পুরো একটি বছর ক্ষতির সম্মুখীন হবো।ফলে,আমরা এইচ.এস.সি এর সিলেবাস পুরোপুরি ভালভাবে সম্পন্ন করার পর্যাপ্ত সময়-ও পাব না।তাই,আমরা সেশনজট চাই না,আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের এস.এস.সি পরীক্ষার মূল্যায়ণ চাই এবং আমরা চাই যে,বিকল্প পদ্ধতিতে এস এস.সি পরীক্ষার মূল্যায়ণ করার ঘোষণা-টা এই ফেব্রুয়ারি মাসেই দেয়া হোক।
মো:তাসনিম হক রাফি
খুলনা জিলা স্কুল।