গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর ইসলাম ঠান্ডুর গন সংযোগ
এস.এম.শামীম।
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ১ নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর ইসলাম ঠান্ডুর এক নির্বাচনী গণসংযোগ শুক্রবার সকাল সারে১১টায় গাজীরহাট বাজার চওরে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী গন সংযোগ এ চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর ইসলাম ঠান্ডু, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িকত পালন করে আসছে, সাগত বক্তব্য বলেন তিনি দিঘ’ দিন যাবৎ গাজীরহাট ইউনিয়ন পরিষদ এর সাধারণ মানুষের সেবা করে আসছে, এসময় তিনি আরও বলেন আসন্ন ইউপি নির্বাচনে জয় লাভ করলে সমাজের উননয়ন মুলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করন দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, সনএাস মুক্ত একটি সুন্দর সুশীল সমাজ গড়ার প্রত্যাশা করে গাজীরহাট ইউনিয়ন বাসির দোয়া ও সমর্থন পার্থনা করেন।