চসিক নির্বাচন: দুই কেন্দ্রে ভোট স্থগিত ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দুই কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় নির্বাচনে সহিংসতার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডে (পাথরঘাটা) বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করা হয়েছে।সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বুলবুল আহমেদ গণমাধ্যমে জানান, ওই ওয়ার্ডের ৫৯০ ও ৫৯১ নম্বর কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর দুপুর ১টায় এই সিদ্ধান্ত দেয় ইসি।বুলবুল আহমেদ আরও জানান, সংঘর্ষ, কেন্দ্র দখল ও ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে। এসব কেন্দ্রে আবার কবে ভোট হবে তা পরে জানানো হবে।এদিকে, বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। চলছে ভোট গণনা, আর কিছুক্ষণের অপেক্ষার পালা শেষ করে জানা যাবে কে হচ্ছেন নগরপিতা।
ঢাকা বারের আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন ।
ঢাকা বারের আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন । ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা...