জামালপুরে জাল ডলারসহ একজনকে আটক করেছে র্যাব-১৪
,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে র্যাব-১৪ অভিযান চালিয়ে জাল ডলারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার ১৩ ফেব্রুয়ারি রাতে র্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এম এম সবুজ রানার নেতৃত্বে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত জিয়াউল হক দেওয়ানগঞ্জ উপজেলার কুতুবের চর গ্রামের জসিম ব্যাপারির ছেলে।এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯০ ডলারের জাল মার্কিন নোট ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশি টাকায় বর্তমান মূল্য ২ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বের পানশি কনফেকশনারি দোকানের সামনে অভিযান চালিয়ে জাল ডলারগুলোসহ জড়িত জিয়াউলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।