দিঘলিয়ায় গৃহ বধুর আত্মহত্যা পরিবারের দাবী হত্য
এস.এম.শামীম,
দিঘলিয়া উপজেলা প্রতিনিধ
দিঘলিয়ার উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের গৃহবধূ নাজমীন(১৮)নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দিঘলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেনি নাজমীন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে এ বিষয়ে নিহত নাজমীনের পিতা হাজী গ্রাম এলাকার বাসিন্দা আবু শেখ জানান নাজমিন কে তার স্বামী আহাদ মোড়ল দীর্ঘ দেড় বছর যাবৎ যৌতুকের টাকার জন্য মারধোর করে আসছিল একপর্যায়ে গত ১৭/১/২১ তারিখে নাজমীন কে বে ধড়ক মারপিট করে এসময় নাজমীন গুরুতর আহত হলে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাজমীন মৃত্যুবরণ করে লম্পট স্বামী আহাদ মোড়ল একই দিনে দ্বিতীয় বিবাহ করে উক্ত দ্বিতীয় স্ত্রীকে নিজ বাড়িতে উঠায় মৃত নাজমীন এর পরিবার আরো জানান বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে আসছিল নাজমীনের বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় যৌতুকের চাহিদা মেটাতে পারেনি পাষণ্ড স্বামী আহাদ মোড়ল নাজমীন কে নির্যাতন করে হত্যা করেছে বলে পরিবারের দাবি এ বিষয়ে নাজমীনের পিতা দিঘলিয়া থানায় মামলা করার জন্য গেলে তিনি জানতে পারে যে নাজমীন আত্মহত্যা করেছে বলে দিঘলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এ বিষয় নিয়ে হাজী গ্রাম এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।