দিঘলিয়া ইটভাটা বন্ধের পায়তাড়া;
দেড় শতাধিক শ্রমিক অসহায়।
এস.এম শামীম, দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া হাজীগ্রাম ৩নং ওয়ার্ড এলাকায় অবস্থিত কেবিএম ইট ভাটা বন্ধের পায় তাড়া করছে একটি কুচক্রি মহল, অভিযোগ ভাটা কর্তীপক্ষের। সরেজমিনে গিয়ে জানাযায়, দিঘলিয়া সেনহাটি ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড হাজীগ্রাম এলাকায় অবস্থিত দু’টি ইট ভাটা রয়েছে যার মধ্যে প্রথম স্থানে রয়েছে কেবিএম ইট ভাটা, যার মূল মালিক আলহাজ্ব খান মজলিস। ইক্ত ভাটার ম্যানেজার নজরুল ইসলাম জানান, দীর্ঘ কয়েক বছর যাবত সুনামের সাথে ইট তৈরি ও বিক্রয় করে আসছেন। কিন্তু কিছু দিন যাবত উক্ত এলাকার কিছু কুচক্রি মহল ইট ভাটার মালিক পক্ষের কাছে মোটা অংকের দেনা থাকায় এবং পাওনা টাকা মালিক পক্ষ কে পরিষদ করতে না পারায় পালটা কেবিএম ইট ভাটার বিরুদ্ধে হয়রানি মূলক ও অপৃতিকর কথাবার্তা রটিয়ে আসছে এবং ভাটা টি বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান। এবিষয়ে কেবিএম ইট ভাটার ম্যানেজার মুন্সী ইসলাম এ প্রতিবেক কে জানান, বর্ষার মৌসুমে অব্দার কাচা রাস্তার বেহাল অবস্থা দূরীকরণে ইটের আদলা দিয়ে রাস্তায় যাতায়াতের সুব্যবস্থা করেছেন। তিনি আরও জানান, উক্ত এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে ইট বাকিতে বিক্রি করা হলে, একপর্যায় ভাটার সিজন শেষে তাদের কাছে পাওনা টাকা চাওয়ার কারণে দুষ্ট প্রকৃতির কিছু কুচক্রী মহল নানান রকম মিথ্যা গুজব ছড়াচ্ছে। সর্বশেষ উক্ত ইটভাটা কর্তৃপক্ষ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম এর সুদৃষ্টি কামনা করেন।