দেড়শ বোতল ফেন্সিডিলসহ তিনজকে আটক করেছে মধ্যপাড়া ফাড়ি পুলি
আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন মধ্যপাড়া পাথরখনি এলাকায় শুক্রবার রাত আড়াই টায় দেড়শ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫৪-০০৮২) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা।
আটককৃত যুবকেরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর থানার সালাইপুর গ্রামের মো.সৈয়দ আলীর পূত্র মো.শরিফুল ইসলাম(২৭)একই থানার ঈদলপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার পূত্র মো.সফিয়ার আলম(২৫) একই গ্রামের মো. মঞ্জুম মিয়ার পূত্র মো.রুমন মিয়া(২০)।মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান,মাদক বিরোধী অভিযান এবং হাইওয়ে রোড ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাদুরী বাজার হতে মাইক্রোবাসে সিটের উপর প্লাস্টিকের নেটে মোড়ানো তিনটি প্যাকেটে ১৫০বোতল অবৈধ ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করা হয়। ১৯শে ডিসেম্বর (শনিবার) দুপুরে তাদেরকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।