নওগাঁর মান্দায় ভূট্রার জমিতে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধা
হাবিবঃ
নওগাঁর মান্দায় আঃ সাত্তার (৫৫) নামের এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে।
মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের (জোঁকাহাটের পূর্বে) ছামাদের মোড়
সংলগ্ন শহরবাড়ি এলাকায় আত্রাই নদীর দক্ষিণ ধারে।
বুধবার (১৩ জানুয়ারি )সকাল সাড়ে ৮ টার দিকে আত্রাই নদীর ধারে স্থানীয়রা কাজ করতে এসে ভূট্টার জমিতে লাশটি দেখতে পেয়ে মান্দা থানা পুলিশকে খবর দেয়।
এসময় এলাকার হাজার হাজার লোকের সমাগম ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,
আঃ সাত্তার নুরুল্যাবাদ ইউনিয়নের পার -নুরুল্যাবাদ গ্রামের মৃত ফজের আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা আঃ সাত্তার কাজ শেষে প্রতিদিন জোতবাজার খেয়া ঘাট পাড়াপারের কাজ করে গভীর রাত পর্যন্ত।
কয়েকদিন অসুস্থতার পর সুন্ধা ৭ টার সময় ঘাটে যাচ্ছি বলে বাড়ি থেকে বাহির হবার পর তার কোন খবর পায় না।
আঃসাত্তারে ছেলে জাহিদ জানায়,গতকাল রাত্রি ৮টার পর থেকে তার মোবাইলে যোগাযোগ করা হলে তার রিং না ধরায় তারা চিন্তিত হয়ে পরে। সারা রাত ফোন রিসিভ হয় না। সকালে জানতে পারে একটা লোকের গলাকাটা লাশ পাওয়া গেছে শহরবাড়ী। এসে দেখে, তাদের বাবার লাশ। প্রাথমিক ভাবে কেহই বলতে পারে না হত্যার কারণ। তার ছেলে বলে,বাবা কি এমন ক্ষতি কাহার করলো যে তাকে জবাই করে হত্যা করা হলো বলে তারা এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী করে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ মতিয়ার রহমান, তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর কে সাথে নিয়ে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, আলামত হিসাবে একটা মোবাইল ফোন ছাড়া কিছুই পাওয়া যায়নি। কে বা কারা, কেন কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান।