নওগাঁয় ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম চালু
হাবিবঃ
গত ৭/০২/২০২১ইং তারিখে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় ই-ট্রাফিক প্রসিকিউশন, ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন। সেসময় নওগাঁ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, ট্রাফিক পুলিশ, ট্রাক-ট্যাঙ্ক-লরি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটরযান চালকরা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অংশ হিসেবে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু। ইউক্যাশ অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা ইউক্যাশ এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন বলে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান। তিনি নওগাঁবাসীর উদ্যেশে বলেন, শান্তি প্রিয় নওগাঁবাসী সহ কাহারো আমরা জরিমানা করিতে ইচ্ছুক নই, তবে আইনকে সকলে মানবেন এটা আমাদের চাওয়া, যদি তা অমান্য করা হয়, তাহলে বাধ্য হয়ে জরিমানা করিবে। তবে তিনি সর্বদায় সকলকে আইন মেনে চলার আহব্বান জানান। তিনি বলেন, জরিমানা পেমেন্টের পর গাড়ির কাগজপত্র পেতে সময় লাগবে না। এছাড়াও, মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন সম্মানিত পুলিশ সুপার।
এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোন যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি কমবে বলে মনে করছে গাড়ি চালকরাও।