নওগাঁ মহাদেবপুরে ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিঃ নামে ঋি-সুদের ব্যবসা এক দম্পত্তির,
সাংবাদিকদের ফ্যাঁসাতে সাজাঁনো অভিযোগ
হাবিবঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারের পশ্চিমে কদমতলি মোড়ে তৃত্বীয় তলায় ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামে দীর্ঘদিন থেকে সুদের ব্যবসা কর যাচ্ছে এক দম্পত্তি।
সরজমিনে গিয়ে দেখা যায়,
শেখ মোশারফ হোসেন তার স্ত্রী লাভলী বেগমকে সাথে নিয়ে ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ নাম দিয়ে ঋিন দেওয়া, এবং ডিপোজিট নেওয়ার কাজ চালিয়ে আসছে। ঋিন দেওয়া এবং নেওয়ার সকল কার্যক্রমে ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ নামে তাদের নিজেস্ব কাগজ পত্র বা ফরম ব্যবহার করছে। সরকারী অনুমতির তাদের কাগজ পত্র দেখতে চাইলে, তারা ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতির কোন কাগজ পত্র বা অনুমতি দেখাতে পারে নাই। নিউজ না করার জন্য তারা অনুরোধ বিনোরোধ করতে থাকে সাংবাদিকদের কাছে। এমত অবস্থায় জোর করে সাংবাদিকদের টাকা পকেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং হাতে-পায়ে ধরে অনুরোধ করতে থাকে। সব শেষে তারা এসকল ভুয়া কাজকর্ম বন্ধ করে দেবে এবং কাগজ পত্র সঠিক করে তারা ব্যবসা চালু করবে বলে অনুরোধ করিলে মানবিক দৃষ্টিতে দেখে সাংবাদিকরা সেখান থেকে চলে যায়। প্রায় ১ দেড় মাস পরে নওগাঁর স্থানীয় ৪ জন সাংবাদিক তাদের ওখানে কর্মকান্ড দেখতে গেলে,শেখ মোশারফ ও তার স্ত্রী তাদেরকে জানায় প্রায় ১ দেড় মাস আগে নওগাঁ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি হাবিবুর রহমান সব দেখে, শুনে গিয়েছেন। সে কথা শোনার পর, স্থানীয় ভাবে সাংবাদিকদের সাথে সাংবাদিকদের ভিতরে মতবিরোধ ও পুর্ব শত্রুতার কারনে সুকৌশলে তাদের স্বামী-স্ত্রীকে দিয়ে মিথ্যা, সাজাঁনো একটি অভিযোগ তৈরী করে নওগাঁ জেলা প্রেসক্লাব ও
রাব জয়পুরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করিয়ে নিয়েছে বলে বিসস্থ সুত্রে জানা যায়।
ভোরের আলো সমবায় সমিতি লিঃ মান্দায় একটি রেজিঃকৃত এনজিও সভাপতি জানান, আমাদের কোন শাখা মহাদেবপুর স্বরসতি বাজারে নেই। বেআইনী ভাবে আমাদের নাম দিয়ে এই কার্যক্রম করে থাকলে, আমরা আইনগত ব্যবস্থা নেবো
নওগাঁ জেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানায়, ভোরের আলো সমবায় সমিতি লিঃ মান্দায় রেজিঃকৃত আছে। কিন্তু মহাদেবপুর স্বরসূতিতে কোন শাখা নেই। আমরা ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কালই নেবো।