নওগাঁ রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার-৭
স্টাফ রিপোর্টার হাবিবঃ নওগাঁ
রাণীনগরে অভিযান চালিয়ে
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট মূলে ৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা
পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার মিরাট এলাকায়
বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। সেই অভিযানে
সিআর সাজাপ্রাপ্ত মূলে চরকানাই গ্রামের সমতুল্লা খাঁনের ছেলে
শহিদুল ইসলাম ওরফে শহীদ খাঁন (৩২) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও জিআর ওয়ারেন্ট মূলে চরকানাই গ্রামের আফজাল হোসেনের ছেলে
বিদ্যুৎ হোসেন (২৮), মিরাট উত্তরপাড়া গ্রামের পচা খাঁনের ছেলে সুজন
(৩০), কান্দুর ছেলে মোবারক হোসেন (৫০), কসিমদ্দিনের ছেলে আব্দুস
সামাদ (৫৫), হামিদের ছেলে এবাদুল ইসলাম (৪৭), শমসের আলীর ছেলে
গোলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৭ জন আসামিকে
শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।