নগরীর সুবিদবাজারে দু’জনের প্রাণ কেড়ে নিল ট্রাক: এলাকাবাসীর সড়ক অবরো
নাজমা খান নাজু বিভাগীয় ব্যুরো প্রধান সময়ের পথ সিলে
নগরীর সুবিদবাজারে দু’জনের প্রাণ কেড়ে নিল ট্রাক: এলাকাবাসীর সড়ক অবরোধ
নগরীতে ফের বেপোরোয়া ট্রাক কেড়ে নিলো দুইজনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হন। নিহত দুঈজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। গাড়ি ভাংচুর করছেন তারা।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খাসদবির এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় কুটি মিয়া নামের যুবক নিহত হন।