নড়াইলে পলাতক আসামি গ্রেপ্তার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে একাধিক নন-জিআর নং ৬৫৬/২০ এবং ৭২৩/২০ এর মামলার পলাতক আসামি মো নাজমুল ফকির, পিতাঃ উসমান ফকির, সাং সরাতলা,থানা জেলা নড়াইলকে সদর থানা ধীন সরাতলা গ্রাম থেকে এ এস আই দুরান্ত আনিস, শনিবার ১৩/০২/২১ তারিখ দুপুরে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা হাজির করে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।