নতুন দুই বিজ্ঞাপনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
বিনোদন প্রতিবেদকঃ- ছুন্নত মল্লিক
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার গড়তে চান।
মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ সিনেমা ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। তবে মিস্টি জান্নাত নতুন বছরে ফিরলেন ভিন্নভাবে।
সম্প্রতি এই নায়িকা দুটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সুরেশ কোম্পানির তেল ও অনিল ঘোষ এর ঘি’র মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন বাপ্পী সাহা। এতে মিস্টি জান্নাতের বিপরীতে দেখা যাবে সুব্রত’কে।
মিস্টি জান্নাত বলেন,দারুণ একটি কনসেপ্ট এবং ভালো কোম্পানি তাই কাজটি করলাম।আজ সারাদিন শুটিং করলাম।এবং আজকেই এটির কাজ শেষ হবে। কাজটি ভালো হয়েছে আশা করছি সবার ভালো লাগবে।
পরিচালক জানান,খুব শিগগিরই অনলাইন, বিলবোর্ড ও টিভিতে সম্প্রচার করা হবে।
বর্তমানে বেশ কয়েকটি ছবি কাজ নিয়ে ব্যস্ত আছেন এই চিত্রনায়িকা মিস্টি জান্নাতের দুটো সিনেমার শুটিং চলছে।
উল্লেখ্য,মিষ্টি জান্নাত দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম, ঢাকাই চলচ্চিত্রের সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।