নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছবি অংকন করেছেন ‘‘রাজ রিপা’
বিনোদন প্রতিবেদকঃ ছুন্নত মল্লি
চলচ্চিত্র নির্মাতা ‘ইফতেখার চৌধুরী’কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, ছবি অংকন করে রাজ রিপা ।
তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান যে, ০১-০১-২০২০ সালে Iftakar স্যারের ছবিটি একে ছিলাম ।
কিন্তু ভেবেছিলাম ০১-০১-২০২১ সালে আপলোড করবো কিন্তু
ব্যস্ততার কারণে পোষ্টটি আপলোড করিনি। তাই আজ আপলোড দিলাম (গত কাল 10 pm.) এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানিয়েছেন কেমন হয়েছে তার ছবিটা আঁকা দর্শকদের জিজ্ঞাসা করেছেন রাজ রিপা।
এদিকে নতুন বছর নিয়ে আলাদা পরিকল্পনা নেই রাজ রিপার। ‘মুক্তি’ ছবির শুটিং নিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাজ রিপা।
‘মুক্তি’ ছবিতে রাজ রিপার নায়ক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন, খিজির হায়াত খান, কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, সাইফ খান, আদর আজাদ চৌধুরী, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি।
রাজ রিপা এক আলাপে এ প্রতিবেদককে জানান, মুক্তি ছবির নয়জনই মূল নায়ক। পুরো গল্পই তাদের নিয়ে। যে কোনও একজন দুর্বল হলে গল্পটি তার স্বকীয়তা হারাবে। গল্পটি যদি একটি ঘর হয় তাহলে নয়জন নায়ক নয়টি খুঁটি। এজন্য ইফতেখার চৌধুরী স্যার প্রতিষ্ঠিত, মেধাবী ও দক্ষ অভিনেতাদের নায়ক হিসেবে নিয়েছেন। এই গল্পে প্রথম বা দ্বিতীয় নায়ক নেই। সবাই নাম্বার ওয়ান হিরো।
সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শকের প্রশ্ন ‘মুক্তি’ ছবির শুটিং কবে থেকে শুরু হচ্ছে। সেই প্রসঙ্গে রাজ রিপা দর্শকদের জানিয়েছেন শুরু হলে জানানো হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে।