নয়জনই মূল নায়ক পুরো গল্পই তাদের নিয়ে রাজ রিপ
- বিনোদন প্রতিবেদক
গত (৭ ডিসেম্বর) মহরতের মাধ্যমে ইফতেখার চৌধুরী তার ‘মুক্তি’ ছবির কেন্দ্রীয় অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন। নবাগত রাজ রিপা ও তার নয়জন নায়ককে মঞ্চে হাজির করে চমক দেখান তিনি। এতজন নায়ক থাকলে কেউ কেউ গুরুত্ব হারাবেন এমন সমালোচনার জবাব দিলেন রাজ রিপা। জানালেন গল্পে সবার চরিত্র গুরুত্বপূর্ণ।
রাজ রিপা এক আলাপে এ প্রতিবেদককে জানান, মুক্তি ছবির নয়জনই মূল নায়ক। পুরো গল্পই তাদের নিয়ে। যে কোনও একজন দুর্বল হলে গল্পটি তার স্বকীয়তা হারাবে। গল্পটি যদি একটি ঘর হয় তাহলে নয়জন নায়ক নয়টি খুঁটি। এজন্য ইফতেখার চৌধুরী স্যার প্রতিষ্ঠিত, মেধাবী ও দক্ষ অভিনেতাদের নায়ক হিসেবে নিয়েছেন। এই গল্পে প্রথম বা দ্বিতীয় নায়ক নেই। সবাই নাম্বার ওয়ান হিরো।
‘মুক্তি’ ছবিতে রাজ রিপার নায়ক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন, খিজির হায়াত খান, কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, সাইফ খান, আদর আজাদ চৌধুরী, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি।
এদিকে নতুন বছর নিয়ে আলাদা পরিকল্পনা নেই রাজ রিপার। ‘মুক্তি’ ছবির শুটিং শুরু হবে জানুয়ারিতে। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন। মাঝে ঘুরে এলেন নোয়াখালীর মাইজদী ও চৌমুহনী শহর হতে।
সময়ের -পথ/ ছুন্নত মল্লিক