নড়াইলে গৃহবধূর কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা ছিনতা
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল শহরে দিনে-দুপুরে এক গৃহবধূর কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের কুরিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানায় একটি প্রতিনিধি ডায়রি হয়েছে। শহরের মাছিমদিয়া এলাকার ঠিকাদার জাহাঙ্গীর আলমের স্ত্রী ভূক্তভোগী কহিনুর বেগম (৫৮) জানান, তিনিসহ দুই জন দুপুর ১টার দিকে পারিবারিক কাজে ভ্যান যোগে কুড়িগ্রাম এলাকার আশ্রম রোডে কুরিরডোব মাঠের পাশে পৌছালে তিন জন দুবৃত্ত অস্ত্রের মুখে তাদের পথ গতিরোধ করে অস্ত্রের মুখে ৩ ভরি ওজনের স্বর্ণের বালা, ১ভরি ওজনের সোনার চেইন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।