নড়াইলে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ট্রলি উল্টে ট্রলি শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত সাকিব শেখ (১৭) উপজেলার পাইকমারি গ্রামের বাসিন্দা। দুই ভাই ও এক বোনের মধ্যে হতদরিদ্র্র পরিবারের সন্তান সাকিব সবার ছোট।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ট্রলিটি রাস্তার ওপর উল্টে যায়। ট্রলি চাপায় ঐ ট্রলির শ্রমিক সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। ট্রলির আরেক শ্রমিক পাইকমারি গ্রামের আহাদ (১৮) আহত হয়। তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ইলিয়াচ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।