পাটগ্রাম ইউএনওর অপসারণের দাবীতে পাথর, সিলিকা ও ঠিকাদার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
মোঃ শাহজাহান সাজু, লালমনিরহা।
আজ সোমবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে ইউএনওর অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে পাথর সিলিকা, বালু কোয়ারি ও ঠিকাদার এসোসিয়েশনের পক্ষে সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু।
জানাগেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথর ও বালু কোয়ারী সক্রান্ত গত ৮ জানুয়ারী মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর এর অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার পাটগ্রাম উপজেলার পাথর ও বালু ব্যবসায়ীগনকে বাদ দিয়ে পার্শ্ববর্তী জেলা নীলফামারীর পাথর ও বালু ব্যবসায়ীদের নিয়ে সভা করা, একক স্বেচ্ছাচারিতা, প্রতিবাদে সোমবার দুপুরে পাটগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। উপজেলা পাথর ও বালু ব্যবসায়ী সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্ঠা আবু বক্কর সিদ্দিক বাচ্ছুর সভাপতিত্বে অনুষ্ঠিত লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যু্ব লীগের পাটগ্রাম পৌর শাখার সভাপতি বিজয় কুমার সুর, ব্যবসায়ী আবু নাইম রুবেল,পলাশ সাহা, নাজমুল হুদা রাসেল, মফিজুল কমিশনার সহ ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অশ্রায়ন-২ প্রকল্পের অধীনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে ১২৩টি ঘর নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১১৫ টি ঘর নির্মাণের কাজ চলোমান। দুই শতাংশ খাস জমির উপর প্রতিটি টিন শেড বিল্ডিং ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৩৯৪ বর্গফুটের ওই বাড়িতে নির্মাণেও অনিয়ম করেছেন এবং
কমিটিতে কতজন সদস্যও রয়েছে তারও কোন নিয়ম মানেননি ইউএনও। তিনি একাই পুরো প্রকল্পের সব কিছু করায় প্রচুর দূর্নীতি করছেন বলেও অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে।
সম্মেলন শেষে ব্যবসায়ীবৃন্দ এক বিক্ষোভ মিছিল করেন। মিছিলে ইউএনওর দ্রুত অপসারণসহ নতুন ইউএনও নিয়োগ দেয়ারও দাবী জানান।
মোঃ শাহজাহান সাজু, লালমনিরহাট প্রতিনিধি।
তারিখঃ ১১/০১/২০২১