পূর্বহাটি পূর্বকান্দীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মির্জা কামরুল ইসলাম বেগের উঠান বৈঠক অনুষ্ঠিত
সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়াবাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি পূর্বকান্দী সুনিল মেম্বারের আঙ্গীনায় গত ৭জানুয়ারী রাতে মির্জা কামরুল ইসলামের নেতৃত্বে ৪নং ওয়ার্ডের ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন আওয়ামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মির্জা কামরুল ইসলাম বেগ।
বৈঠকে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব কৃষ্ণ চন্দ্র দাস।
বৈঠকে বক্তাগন বলেন আমরা ৪নংওয়ার্ডের জনগন মির্জা কামরুল ইসলাম বেগের পাশে আছি। আমাদের সপ্ন আমরা কামরুল বেগ কে আগামী নির্বাচনে ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
মিঃ কামরুল ইসলাম বেগ ভোটারদের দোয়া, সমর্থন চেয়ে বলেন, আমি আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক জনাব রকির উদ্দীন বেগ,সুনিল মেম্বার,তাপস ঘোষ,ও আক্তার হোসেন। অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান বাবু সমাজ সেবা সম্পাদক উপজেলা ছাত্রলীগ।জনাব ইসমাইল হোসেন সভাপতি ৪নং ওয়ার্ড কৃষক লীগ এবং ৩নং ওয়ার্ডের সফল মেম্বার জনাব রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্হানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবুল কালাম শমা প্রচার সম্পাদক ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ।