ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক চারটি মেছো বা লোকালয় থেকে উদ্ধার, বাংড়া, কালিহাতী।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক চারটি মেছো বাঘ লোকালয় থেকে উদ্ধার, বাংড়া, কালিহাতী। মঙ্গলবার ১২ জানুয়ারী দুপুর আনুমানিক ১•০০ টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামের সৈয়দ সামছুল হোসেন (ভিপি হারুন মিয়া) সাহেবের খালী / পরিত্যাক্ত বাড়ীর শুকনো প্রায় ১০/১৫ ফিট গভীর কুয়া থেকে বন বিভাগ, কালিহাতী ও ফায়ার সার্ভিস, কালিহাতী সমন্বয়ে দীর্ঘ দু’দিনের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘটে।
গত ১১ জানুয়ারি বিকেল আনুমানিক ৪•০০টায় বাংড়া পশ্চিম পাড়া সৈয়দ সামছুল হোসেন হারুন (ভিপি হারুন মিয়া ) সাহেবের খালী বাড়ীতে তার ভাতিজা সৈয়দ আফজাল হোসেন জীবন স্ত্রী-কন্যাসহ পরিত্যক্ত পানিশূন্য ১০/১৫ ফিট গভীর কূয়ার ভিতর বিরল প্রজাতীর প্রানী দেখতে পেয়ে আত্মীয় ও সাংবাদিক হিসেবে আমাকে জানান। আমি দ্রুত সেথায় উপস্থিত হয়ে বিরল প্রজাতী প্রাণী দেখে সৈয়দ আফজাল হোসেন জীবনের সাথে পরমর্শ করে স্থানীয় বন বিভাগ, কালিহাতী জানানো হয়। বন বিভাগ তাৎক্ষণিক দু’জন প্রতিনিধি বাংড়া পাঠান এবং আনুমানিক বিকেল ৪•৪৫ এ বাংড়া পৌঁছেন প্রানীর সত্যতা পেয়ে তাদের কর্মকর্তাকে অবহিত করেন। রাত আনুমানিক ৭•৩০ কালিহাতী ও টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা বাংড়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিরাপত্তার স্বার্থে জাল দিয়ে কূয়ার মুখ বন্ধ করে, বাচ্চাসহ চারটি মেছো বাঘ ঘোষণা করে রাত আনুমানিক রাত ৮•৩০ এ ঘটনাস্থল ত্যাগ করেন।
পরের দিন অর্থাৎ অদ্য ১২ জানুয়ারি আনুমানিক সকাল ১১•০০ টায় ফায়ার সার্ভিস, কালিহাতী জানালে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত বাংড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেছো বাঘ উদ্ধার অভিযান চালায় এবং প্রায় এক ঘন্টায় বাচ্চাসহ চারটি মেছো বাঘ উদ্ধার করতে সক্ষম হন।
দক্ষ ফায়ার সার্ভসের দক্ষতার কারনে প্রানীর বা জনগণের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।
পরে বন বিভাগের খাঁচাসহ গাড়ী এসে মেছো বাঘ চারটিকে টাঙ্গাইল বন বিভাগ নিয়ে যান।