ফুলবাড়ী পৌর নির্বাচনের সব জল্পনা কল্পনার অবসান ঘটল
আল আমিন বিন আমজা
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুলবাড়ী পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হলেন নারিকেল গাছ মার্কা প্রতিক নিয়ে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহমুদ আলম লিটন। ৪ জন মেয়ের প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৭৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মর্তুজা সরকার মানিক পেয়েছেন ৭০৪০ভোট। সরকার দলীয় প্রার্থী আলহাজ্ব মোঃ খাজা মঈন উদ্দীন পেয়েছেন ৩৪৬০ ভোট।জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ সাহাজুল ইসলাম পেয়েছেন ৩০৪২ ভোট।এদিকে ১নং ওয়ার্ডে ৮৬২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হারান দত্ত।২নং ওয়ার্ডে ১৪৭২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ মাজেদুর রহমান। ৩নং ওয়ার্ডে ১০৭২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মজিদ।৪ নং ওয়ার্ডে ১১৭৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ মামুনুর রশিদ চৌধুরী।৫ নং ওয়ার্ডে ৯০৫ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ মমতাজুর রহমান পারভেজ। ৬ নং ওয়ার্ডে ১০২৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ হাসানুর রহমান। ৭নং ওয়ার্ডে ৮১২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ সৈয়দ সামিউল ইসলাম সোহেল। ৮নং ওয়ার্ডে ১০০৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল জব্বার মাসুদ। ৯ নং ওয়ার্ডে ১৩৭৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ আতাউর রহমান।অপর দিকে ১,২,৩ নং ওয়ার্ডে ২৬৬৭ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোছাঃ তন্জু আরা। ৪,৫,৬ নং ওয়ার্ডে ৪২০৬ ভোট পেয়ে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোছাঃ বাবলী আরা। ৭,৮,৯ নং ওয়ার্ডে ৩৬৮৩ ভোট পেয়ে মহিলা কাউন্সিলর নির্বাচিত নির্বাচিত হয়েছেন মোছাঃ রেবেকা বেগম।সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই নির্বাচনে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী পাঁচ বছরে ফুলবাড়ী পৌরসভা একটি আধুনিক,মডেল,পরিচ্ছন্ন,পৌরসভায় পরিণত হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।