ফুলবাড়ীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আল আমিন বিন আমজাদ
দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণ ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।২২ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে ৫৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ২০ জন আদিবাসী মেয়েদের মাঝে বাইসাইকেল বিতরণ এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৪ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি।সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ কানিজ আফরোজ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃরুম্মান আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল প্রমূখ।