ফুলবাড়ীতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরঅান বিতরণ
আল আমিন বিন আমজাদ
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদরাসার হেফজ খানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরঅান শরিফ
বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চকচকা দারুল অারকাম ক্বাওমি মদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরঅান শরিফ বিতরণ করা হয়।কোরঅান শরিফ বিতরণ অনুষ্ঠানে চকচকা দারুল অারকাম ক্বাওমি
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এসকে মোহাম্মদ অালী’র সভাপতিত্বে স্বর্ণ শিল্পি শ্রমিক ইউনিয়নের অাহব্বায়ক মোঃমানিক মন্ডল তার নিজেস্ব অর্থায়নে মাদরাসার ৯জন হেফজ বিভাগের শিক্ষার্থীর মাঝে কোরঅান শরিফ বিতরণ করেন।এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পবিত্র কোরঅান
শরিফ পাঠের ততপর্য নিয়ে অালোচনা করেন
মাদরাসার মুহতামিম হাফেজ অামিনুল ইসলাম,
মাদরাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ,হাফেজ সিরাজুল ইসলাম,হাফেজ অাব্দুল অালিম প্রমুখ।
এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ অাল মামুনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।শেষে দোয়া অনুষ্ঠিত হয়।