বাগবাজার হাজার বসতিতে আগুন,পুড়ে ছা সমস্ত বস্তি সমেত রামকৃষ্ণ আবাসন,রাগবাজার হাজার বসতিতে আগুন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ,নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রামকৃষ্ণ আবাসন সমেত, বেশ কিছু বসতি বাড়ীত এবং পাশে থাকা একটি ফ্ল্যাট বাড়ীতে, দমকলে খবর দিলেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় দমকল এর গাড়ী আসতে,কোনরকমে বসতির মানুষ জন বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে আসে, কোন কিছু বাঁচাতে কেউ পারে না, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সমস্ত বসতি বাসী নিসশ,টাকা পয়সা,দরকারী কাগজ পত্র পুরে ছাই, বার বার বসতি বাসীরা রামকৃষ্ণ মিশনের মহারাজ তারক মহারাজের কথা তুলেছেন এর আগে ও নাকি অনেকবার বসতি বাসীদের হুমকি ও দিয়েছেন আগুনে দশ থেকে বারো টি সিলিন্ডার বাসট করে বলে যানা যায়, খবর ছড়ানোর সাথে সাথ রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি, ফিরাদ হাকিম,শশী পাঁজা,এবং বিরোধী দলনেতা রাহুল সিনহা যান,বসতি বাসিদের পাশে দাঁড়ান,এবং এলাকার কাউন্সিলর খাবার থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাবস্থা করেন, মাননীয় মন্ত্রী বাড়ী করে দেওয়ার আশ্বাস দেন, এদিকে বিরোধী দলনেতা রাহুল সিনহা বলেন, উপযুক্ত তদন্ত হোক,আর সব রাজনীতি ভুলে এদের পাশে দাঁড়াতে সব দল এগিয়ে আসুক,বিকেল পাঁচটা নাগাদ ফরেন্সিক দল আসে, তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা জাবে, ভয়াবহ অগ্নি কান্ডের কারন। সাংবাদিক সমরেশ রায়, মিতালী দাস কলকাত
নারী দিবস- নারী নেতৃত্বে সমতার বিশ্ব গড়ার প্রত্যয় ‘‘Happy Womens Day 2021’’
নারী দিবস- নারী নেতৃত্বে সমতার বিশ্ব গড়ার প্রত্যয় ‘‘Happy Womens Day 2021’’ আন্তর্জাতিক নিউজঃ- ছুন্নত মল্লিক আজ ৮ মার্চ আন্তর্জাতিক...