বাঞ্ছারামপুরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ৩২ প্রহর ব্যাপীতারক ব্রহ্ম মহানাম সংর্কীতন মহোৎসব পালিত।
সফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি পূর্ব কান্দি নিবারণ গোস্বামীর অঙ্গনে গতকাল শুক্রবার ১৮ ডিসেম্বর হতে ৩২ প্রহর ব্যাপী ১ নাম মহা নাম যজ্ঞ মহোৎসব পালিত হচ্ছে।
এ মহা নাম যজ্ঞ মহোৎসব আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
৬ টি দলের অংশগ্রহণে চলছে সনাতন ধর্মীয় মহোৎসব।
উক্ত অনুষ্ঠানে লিটন চন্দ্র ঘোষ সিটিজি ক্রাইম টিভি তে একটি সাক্ষাৎকার দেন।
মহোৎসব পরিচালনায় রয়েছেন অমর চন্দ্র ঘোষ ও প্রচারনায় রয়েছেন সমর চন্দ্র ঘোষ।
প্রচন্ড শীতে বসে মহা নাম যজ্ঞ সংর্কীতন শুনছেন সনাতন ধর্মাবলম্বী লোকজন।
কে শুনে কার কথা,??
কে শুনে কার কথাএমনি একটি আজব ঘটনা ব্রাক্ষণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দারা নাম না প্রকাশ করা ইচ্ছুক কয়েক জন বলেন...