বাঞ্ছারামপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীমোঃ জালাল উদ্দীনের মত বিনিময় সভায় সমর্থকদের ঢল।
সফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার আসন্ন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জালাল উদ্দীনের মত বিনিময় সভায় সমর্থকদের ঢল নেমেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীনের নেতৃত্বে পাঠামারা ঈদগাহ মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে স্হানীয় গন্যমান্য ব্যাক্তি সহ কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় মিঃ জালাল উদ্দীন তার বাবা খন্দকার মরহুম তালেব হোসেনের দীর্ঘ দিনের আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসংশা করে বলেন, সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা ব্যাবস্হায় তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আওয়ামী দুঃসময়ে তিনি তার জীবন বাজী রেখে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নের লক্ষে তৃনমুল পর্যায়ে নেতা কর্মীদের সাথে এক যোগে কাজ করে গেছেন। মিঃ জালাল বলেন আমি তারই সুযোগ্য পুত্র। আমার বাবার হাত ধরেই আমি আওয়ামী রাজনিতিতে এসেছি। আমার বাবার স্বপ্ন পুরন করতে এবং বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এম,পি মহোদয়ের স্বপ্নের বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসাবে গড়তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকা প্রতিক প্রত্যাশী।
সে লক্ষ্যে ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা ঈদগাহ মাঠে মত বিনিময় সভা করেছেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক জনাব মোঃ আব্দুল আউয়াল। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রউফ শ্রম সম্পাদক ছলিমাবাদ ইউনিয়ন। জনাব সাম মিয়া সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড। তাজুল ইসলাম সভাপতি কৃষক লীগ ছলিমাবাদ ইউনিয়ন। সফিকুল ইসলাম ধনু সাংগঠনিক সম্পাদক কৃষক লীগ ছলিমাবাদ ইউনিয়ন। সৌদী প্রবাসী জনাব আক্তার হোসেন। যুবলীগ নেতা আসাদ মিয়া। বিশিষ্ট ব্যবসায়ী জনাব সামাদ মিয়া, জনাব মোঃ কালা মিয়া।শাহজাহান মিয়া ও হাজী ইয়াকুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রানু বেগম। সমাজ সেবক ডাঃ আমির হোসেন , জনাব আরজু মিয়া, নাছিমা আক্তার, রিপন মিয়া, আলী হোসেন, নুরুল ইসলাম মেম্বার, ও মুক্তু মিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ
আওয়ামী লীগ ছলিমাবাদ ইউনিয়নের অঙ্গ সংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ।
সকলের ভালবাসা ও সমর্থন নিয়ে নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী মিঃ জালাল উদ্দীন সবার পাশে থাকতে চান। তিনি আরো বলেন, আমি আমার বাবার মত দেশ ও দশের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমার শ্রদ্ধা ভাজন, প্রিয় নেতা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রত্যাশা হয়তো বা পূর্ণ করতে পারেন।
এ ছাড়াও মত বিনিময় সভায় সমর্থক ও বক্তৃতা গন মরহুম তালেবালীর দির্ঘ দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসংশা করে বলেন, তালেবালী নিঃসন্দেহে একজম ত্যাগী নেতা ছিলেন। তারই সুযোগ্য পুত্র জনাব জালাল উদ্দীন। আমরা সবাই আসন্ন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব জালাল উদ্দীন কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতিকে দেখতে চাই।
সলিমাবাদ ইউনিয়নের নেতা কর্মী ও সমর্থকদের সকলের আশা স্হানীয় এম পি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম জালাল উদ্দীনের চাওয়াকে পূর্ণ করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠায় ও রাস্তা ঘাট নির্মাণ, এবং সমাজ সেবায় জালাল উদ্দীনের ভূমিকা অপরিসীম। আমাদের অবিভাবক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এম পির নিকট ছলিমাবাদ ইউনিয়ন বাসীর প্রানের দাবী আওয়ামী লীগের ত্যাগী নেতা মরহুম তালেব হোসেনের দিগে তাকিয়ে যেন নৌকা প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব অহিদ মেম্বার ৯ নং ওয়ার্ড।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জনাব মোসলেম রানা সহ সভাপতি ছলিমাবাদ ইউনিয়ন ছাত্র লীগ।