ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলার কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হলো
স্টাফ রিপোর্টার হাসিবুর রহমা, সময়ের পথঃ-
গত ২২শে জানুয়ারী ২০২১, রোজ শুক্রবার সম্পন্ন হয়ে গেছে ভিবিডি খুলনা জেলা আয়োজিত প্রথম অনলাইন কুইজ প্রতিযোগিতা “VBD Quiztopher 2021″। ইভেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন ভিবিডি খুলনা জেলার ট্রেজারার ঈশরাত জাহান বাণী, কমিটি মেম্বার রোকেয়া শিমু ও সেচ্ছাসেবক রাহমা কামাল, ও মেহেদী হাসান খান।
“ভিবিডিকে জানি, ভিবিডিকে জানাই”-এই প্রতিপাদ্য নিয়ে অনলাইন ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে হয়েছে। কুইজে অংশগ্রহণ করে ভিবিডি খুলনা জেলাসহ অন্যান্য জেলার সেচ্ছাসেবকরা। এছাড়াও যারা ভিবিডিতে যুক্ত নাই তারাও স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। কুইজটিতে প্রথমে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। রেজিষ্ট্রেশন সম্পন্ন হবার পর রেজিষ্ট্রেশনকৃত সকলকে কুইজে অংশগ্রহণের জন্য গুগল ফর্ম দেয়া হয়। সর্বশেষে ফেসবুক লাইভের মাধ্যমে বিজয়ী ও রানারআপ ঘোষণা করা হয়। বিজয়ী হয়েছেন নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণির মোঃ সাব্বির, প্রথম রানারআপ লিমি ইডুইন বিশ্বাস (কমিটি মেম্বার, ভিবিডি খুলনা জেলা) ও দ্বিতীয় রানারআপ এস.এম. সায়ান আলম(সেচ্ছাসেবক, ভিবিডি খুলনা জেলা)। এছাড়াও ১০জন টপ স্কোর যারা অর্জন করেছে তাদেরও ঘোষণা দেওয়া হয়।
লাইভ সেশনটি পরিচালনা করেন ইভেন্টের কো-লিডার রাহমা কামাল এবং অতিথি হিসেবে ছিলেন ভিবিডি ন্যাশনাল বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সোমেন বড়ুয়া পান্ডু ও খুলনা ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট এস. এম. আরিফুল হক।