ভারতীয় জনতা পার্টির, টালিগঞ্জ থেকে রাসবিহারী মোড় পর্যন্তবিশাল সমাবেশ ও প্রতিবাদ জানালেন,বেলা দুটোর সময় টালিগঞ্জ ট্রামডিপো থেকে বিশাল সমাবেশ ও প্রতিবাদ মিছিল বের করলেন ভারতীয় জনতা পার্টি, মিছিল শেষ হয় রাসবিহারী ক্রসিং এ মঞ্চের সামনে, ,কয়েক হাজার বি জে পি সদস্য এই মিছিলে অংশ গ্রহন করেন প্রতিটি মানুষের হাতে ব্ব্যানার ফেসটুন, আর বেলুন সবাই মিছিলে মাননীয় মন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন কাজ কর্মের বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে বার বার মিথ্যা প্রতি শ্রুতি ভাঙতা দেওয়ার কথা বলেন মিছিল রাসবিহারীর দিকে এগোলে কয়েকজন দুষ্কৃতী কারী মিছিলের উপর হামলা চালায় এবং ইট পাটকেল ছুঁড়তে থাকলে, একজন বি জে পি সদস্যের মাথা ফেটে যায়, গন্ডগোল চরম আকার নিলে পুলিশ ফোর্স নামতে বাধ্য হয়, মিছিলের প্রথম ভাগে কিছুটা ধি জে পি সদস্যদের থাকার পর, গাড়ির উপরে ছিলেন,দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী,দেবশ্রী চৌধুরী,ভারতী ঘোষ ও অন্যান্য নেতা নেত্রী বৃন্দ,মিছিল সভায় পৌঁছলে মঞ্চে উঠে শুভনদু অধিকারী ও দিলীপ ঘোষ বলেন দিদি ভয় পেয়েছে, তাই গুনডা লাগিয়ে মেদিনীপুরে সভা করতে গেছেন, নিজে কোথায় দাঁড়িয়ে জিতবে,,,উনি যেখানেই দাঁড়াক কোথাও জিততে পারবে না,জনগণ বুঝে গেছে আর নবান্ন থাকছে না। সাংবাদিক,সমরেশ রায় কলকাতা
ফাঁদে ফেলে অন্তত ৬৬ জনকে ধর্ষণ!
ফাঁদে ফেলে অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণের অভিযোগে অনলাইন বিপণির এক ডেলিভারি বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের হুগলিতে এ ঘটনা...