ভারত বন্ধের দিন পুলিশের গুলিতে মৃত্যু হয় টকবির আলিরতার আত্মার প্রতি শান্তি কামনায় মুসলিম সম্প্রদায় ঝার গ্রাম শহরে মোমবাতি মিছিল করলেন,সন্ধ্যা ছয়টা নাগাদ মুশলিম সম্প্রদায় কয়েকশো পুরুষ ও মহিলা মোমবাতি জ্বালিয়ে সারিবদ্ধ ভাবে গোটা ঝাড় গ্রামের রাস্তায় মৌন মিছিল ও প্রতিবাদ জানালেন,যে ভাবে বন্ধের দিন পুলিশ গুলি চালিয়ে টকবির আলি কে মারা হয়েছে, সেই পুলিশ বিশ্বজিৎ বাবুর শাস্তির দাবি করেন গোটা মুসলিম সম্প্রদায় গুলিতে নিহত টকবির আলি বারি ঝাড় গ্রামের রাধানগরে আর পুলিশ কর্মকর্তা বারি ঝাড় গ্রামের বাছুরডোবা গ্রামে, তাড়া এই দিন পোস্টা হাত ধিক্কার জানাই, আর বলেন, যতদিন না দোষী পুলিশ কর্মকর্তা সাজা না হবে আমরা ধিক্কার মিছিল চালিয়ে যাব,,কেন একটা নিরিহ ছেলেকে গুলি করে মারা হলো। সাংবাদিক, ,সমরেশ রায় ও সোনিয়া রায়
কলকাতার বাবুঘাটে এই বছর গঙ্গা সাগর মেলা জমে উঠেনি
কলকাতার বাবুঘাটে এই বছর গঙ্গা সাগর মেলা জমে উঠেনি অন্য বছরের তুলনায় সাধু ও দর্শনার্থীর ভীড় কম মাননীয় মুখ্য মন্ত্রী...