মাননীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে উদ্যোগ কাকুঁড়গাছির প্রফুল্ল চন্দ্র পার্কে সবলা মেলা 2021 মাননীয় মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায এবং মাননীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এর উদ্যোগে ও পরিচালনায় এক বিরাট সবলা মেলা অনুষ্ঠিত হয়, বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পুরুষ, এবং কারিগরীর শিল্পীরা মেলায় নিজেদের হাতের কাজের জিনিস নিয়ে বসেন মেলায় প্রায় একশোর বেশি সটল ছিলো দূর দূর জেলা থেকে মেলায় আসেন ,মেলার শূভ সূচনা করেন মন্ত্রী সাধন পাণ্ডে এছাড়া মেলায় সংগীত অনুষ্ঠান এর ব্যাবস্থা ছিলো মেলা শুরু দুটো থেকে আটটা, মেলার মধ্যে যে সকল দর্শক মেলায প্রবেশ করছেন, তাদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা করছেন কেউ যাতে মাকস ছাড়া মেলায় করে
,