- মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব, নেতাজী ইন্ডোরে সারা বাংলা এস,এল ও সংগঠনের মহা সমাবেশে বিক্ষোভ আজ সকাল বারোটা থেকে শুরু হয় নেতাজী ইন্ডোরে সারা বাংলা এস,এল ও সংগঠনের মহা সমাবেশ মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে সারা জেলা থেকে কয়েক হাজার আশা কর্মীরা ও বিভিন্ন শ্রমিক সভায় জমায়েত হন বারোটা দাবি নিয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে শোভন দেব চট্টো ফিরাদ হাকিম ও অন্যান্য নেতৃ বৃন্দ মঞ্চে একে একে মন্ত্রীরা ভাষণ দেন এবং মাননীয় মন্ত্রী মন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প ও তার কাজ গুলি তুলে ধরেন ও প্রচারের কথা বলেন কিন্তু যে দাবী নিয়ে আলোচনা ও সমাবেশ তার একটি ও সমাধান না হওয়ায় মঞ্চের মধ্যেই চেঁচামেচি ও গন্ডগোল বেঁধে যায় সবাই মঞ্চ ছেড়ে মন্ত্রীদের কাছে চলে আসেন উপস্থিত যে সকল মন্ত্রী মঞ্চে ছিলেন ঘেরা ও করেন কোন ভাবে সবাই চলে গেলে ও মন্ত্রী মলয় ঘটককে ঘেরাও করে রাখেন এবং বলেন আজি আমাদের পূর্ণ করতে হবে কিন্তু জানুয়ারি মাস অপেক্ষা করতে বলায় ইউনিয়নের লিডাররা মঞ্চে উঠে ঘোষণা করেন সরকার যদি না দাবী পূরণ করে, আজ সরকারের দেওয়া খাবার কেউ খাবে না সমস্ত ইউনিয়নের কর্মীরা এক হয়ে খাবার বৈকট ও বেরিয়ে এসে অবরোধ এমনকী ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলেন। ,,,,সাংবাদিক সমরেশ রায় মিতালী দাস কলকাত
আমাকে বলবেন না কোনকিছু পরিবর্তন করা যায় না’- প্রেসিডেন্ট বাইডেন
লাইভ রিপোর্টিং-- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নিয়েই বললেন- হেল্প মি গড। ঈশ্বর আমাকে সাহায্য করুন। এর মধ্য দিয়ে...