মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে নন্দনপুর হাই স্কুলে সকাল দশটা থেকে শুরু হয়েছে। নিজস্ব প্রতিনিধি সমরেশ রায় ও মিতালী দাস কলকাতা দুয়ারে সরকারের কর্ম সুচআজ নন্দন পুর গ্রাম পঞ্চায়েত এর অধীনে দাসপুর ব্লকের বিডিও সহসোগীতায় নন্দন পুর হাই স্কুলে সকাল দশটা থেকে চলছে দুয়ারে সরকারের কর্ম সুচী কয়েকশো পুরুষ ও মহিলা লাইনে দাঁড়িয়েকে ও অপেক্ষা করছেন কুপন নেওয়ার জন্য আবার কেউ ফর্ম নেওয়া ও জমা দেওয়ার জন্য আজ সরকারের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন স্বাস্থ্য সাথী কন্যাশ্রী কৃষক বন্ধু কাস্ট সাটিফিকেট জব কার্ড ও অন্যান্য আরো বিভিন্ন জায়গায় একটা করে দপ্তর বসলেও বয়স্ক মানুষেরা বিরক্তি বোধ ও ক্ষোভ দেখাচ্ছে তারা জানান কোন জিনিস ভালো করে জানতে চাইলে একবারের বেশি অফিসের লোকজন বিরক্ত হচ্ছেন এমনকী কোন প্রজেক্ট কি কি পেপার লাগবে তাও সঠিক উত্তর পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন ফলে বার বার দৌড়াতে হচ্ছে এমনকী যারা স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন তারাও বিপাকে আজ ও ধরাশার মধ্যে পরে রয়েছে জন সাধারণের অভিযোগ আরো ভালো করে পঞ্চায়েত এলাকায় অফিসার নিয়োগ করে প্রচার এর ব্ব্যাবস্থা করা ও আরো বেশি গ্রামে দিকে দৃষ্টি আকর্ষণ করা মানুষে বোঝানো পঞ্চায়েত সমিতিতে যে সকল দপ্তরে লোক নাই লোক নিয়োগ করা।
ফাঁদে ফেলে অন্তত ৬৬ জনকে ধর্ষণ!
ফাঁদে ফেলে অন্তত ৬৬ জন নারীকে ধর্ষণের অভিযোগে অনলাইন বিপণির এক ডেলিভারি বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের হুগলিতে এ ঘটনা...