মোরেলগঞ্জে টিনের ঘর ভেঙ্গে লুট করছে ডাকাত দল।
স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান, সময়ের পথঃ-
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা এলাকার বাসিন্দা মাওলানা আবুল বাশার এর ঘর বেঙ্গে লুট করে নিয়েছে পার্সবর্তি খনিরখন্ড ডাকাত দল। গতকাল মঙ্গলবার রাত ১০ টার সময় এই ঘটনা ঘটে। আবুল বাশার বলেন তাদের অনে ক্ষতি হয়েছে, বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। তাদের পরিবার পরিজন এ বিষয় নিয়ে অনেকটা ভেঙে পড়ছে। সরোজমিনে এলাকাবাসী বলেন বিস্তারিত আমরাও জানতে পারি নাই পরবর্তীতে বিস্তারিত খবর পেলে জানানো হবে।