মোড়েলগঞ্জ পৌর নির্বাচনে ভোটারের ব্যাপক উপস্থিত
স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান,সময়ের পথঃ-
তীব্র শীত উপেক্ষা করে ব্যাপক উপস্থিতি ও শান্তিপূর্ণভাবে মোরেলগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।
সকাল থেকে এসিলাহা হাই স্কুল ও আজিজিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
অন্যান্য কেন্দ্রের অবস্থাও একই। তবে কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা সতর্ক অবস্থায় রয়েছেন। মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। নয়টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং তিনটি সংরক্ষিত মাহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
মোট নয়টি কেন্দ্রে ১৬ হাজার ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আট হাজার ৮৬ জন পুরুষ এবং আট হাজার ৪১৪ জন নারী ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
সুষ্ঠভাবে নির্বাচনের জন্য নয়টি কেন্দ্রে নয়জন ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশ, নয়জন আনছার সদস্য, একজন ভোট গ্রহণ কর্মকর্কতা নিয়োজিত রয়েছেন। এছাড়াও দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন কোস্টগার্ড, র্যাবের তিনটি টহল টিম, পুলিশের দুটি ভ্রাম্যমাণ টিম আইনশৃঙ্খলা সুষ্ঠ থাকতে নিয়োজিত আছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শুরু হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।