রামগড়ে দ্বিতীয় দফায় শীতার্তদের মাঝে কাউন্সিলর আবুল কাশেম এর কম্বল বিতর
এমদাদ খান রামগড় খাগড়াছড়
রামগড়ে শীতার্ত ও দুস্থদের হাতে দ্বিতীয় দফায় ২০০পিস কম্বল তুলে দেন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর
অাবুল কাশেম।
শনিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে দারোগা পাড়ায় উপস্থিত থেকে ২০০ পিস কম্বল বিতরণ করেন।
রামগড় ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও সমাজ সেবক আবুল কাশেম সাংবাদিকদের বলেন ছয়ঋতুর পালাবদলে এখন শীতকাল
এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে
তাদের কথা চিন্তা করে আমার এ উদ্যোগ।
তিনি শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।