রামগড়ে শীতার্তদের মাঝে কাউন্সিলর আবুল কাশেম এর কম্বল বিতর
এমদাদ খান রামগড় খাগড়াছড়
রামগড়ে শীতার্ত ও দুস্থদের হাতে ২০০০ পিস কম্বল তুলে দেন রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর
অাবুল কাশেম।
শনিবার (২৬শে ডিসেম্বর ) সকাল ১০ টায় নিজ বাড়িতে দারোগা পাড়ায় উপস্থিত থেকে ২০০০ পিস কম্বল বিতরণ করেন।
রামগড় ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও সমাজ সেবক আবুল কাশেম সাংবাদিকদের বলেন ছয়ঋতুর পালাবদলে এখন শীতকাল
এ ঋতুতে সমাজের গরিব, অসহায়, দুস্থ মানুষ দারিদ্র্যের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে
তাদের কথা চিন্তা করে আমার এ উদ্যোগ।
তিনি শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।